খবরের বিস্তারিত...


মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুই প্রবীণ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল শহীদ লিয়াকত স্মৃতি সংসদ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্দোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে “মুক্তিযুদ্ধের গল্প শুনি,মুক্তিযোদ্ধার মু়খে” শীর্ষক আলোচনা সভা আজ ১৭ ডিসেম্বর চট্রগ্রাম ফুলকি’র এ,কে,খান মিলনায়তনে অনুষ্টিত হয়। এতে আগত দর্শক-শ্রোতাদের মহান মুক্তিযুদ্ধের গল্প শোনান স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুহাম্মদ মমতাজ উদ্দীন চৌধুরী এবং প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন আহমদ রাশেদ। উনারা আলোচনায়, দেশকে সকল অপশক্তির চক্রান্ত হতে রক্ষা করে সম্বৃদ্ধির পথে এগিয়ে নিতে সকলকে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা অন্তরে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান॥ সংসদের পরিচালক মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে এবং সচিব মুহাম্মদ আইয়ুরের পরিচালনায় অনুষ্টানে আরো আলোচনা করেন সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ ও আইনজীবি মুহাম্মদ আবু নাছের তালুকদার ও সংসদের সাবেক পরিচালক মুহাম্মদ মুফিজুর রহমান॥ অনুষ্টানে দুই অতিথি মুক্তিযোদ্ধাকে সংসদের পক্ষ হতে ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়। সকল শহীদ ও পরবর্তীতে মৃত্যু বরণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও মাগফেরাত, জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থ ও সুন্দর জীবন এবং দীর্ঘায়ু এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্টান শেষ হয়॥

Comments

comments