খবরের বিস্তারিত...

অনলাইনে অনুষ্টিত হবে ২২ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২১

অনলাইনে অনুষ্টিত হবে ২২ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২১

অক্টো. 07, 2021 সাম্প্রতিক খবর

শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে আগামীকাল ৮ই অক্টোবর’২১ রোজ শুক্রবার সকাল ১১টা থেকে অনলাইনে অনুষ্টিত হবে ২২ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২১। পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা : #পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়, সময় ১ঘন্টা। #ঠিক ১২.৫ মিনিটে লিংক বন্ধ হয়ে যাবে। তাই ১২ টার মধ্যেই ছাত্রছাত্রীদের উত্তর পত্র অবশ্যই সাবমিট করতে হবে। ১২.৫ মিনিটের মধ্যে সাবমিট না করলে উত্তর পত্র মূল্যায়ন করা হবে না। #প্রশ্নপত্রের লিংক ৮/১০/২১ সকাল ১০টায় আমাদের ওয়েব সাইট liakat.org তে পাওয়া যাবে। #পরীক্ষা হবে MCQ পদ্ধতিতে। #৫০টি প্রশ্নেই উত্তর প্রদান করতে হবে। #শিক্ষার্থীদেরকে অবশ্যই নিজের নাম, শিক্ষা প্রতিষ্টানের নাম, সংসদ প্রদত্ত রেজিষ্ট্রেশন / রোল নাম্বার (ক্লাস রোল নাম্বার নয়), বর্তমানে অধ্যায়নরত শ্রেণীর জন্য প্রদত্ত তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। অন্যথায় উত্তর পত্র বাতিল বলে গণ্য হবে। #পরীক্ষার ফলাফল আগামী ২২ অক্টোবর’২১ বিকাল ৪টায় আমাদের ওয়েবসাইট liakat.org তে প্রকাশ করা হবে। উল্লেখ্য এবারের পরীক্ষায় অংশ নিতে সারাদেশে থেকে অনলাইনে রেজিষ্ট্রেশন করেছে ৫ম-৯ম শ্রেণীর মোট ১৩৩৪ জন শিক্ষার্থী। সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভ কামনা।

Comments

comments