
শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’১৭ এর ফলাফল প্রকাশিত, পাওয়া যাবে সংসদের ওয়েবসাইটে
আজ ১০ ফেব্রুয়ারী ২০১৮ শনিবার বিকাল ২ঘটিকায় গত ২৫ ডিসেম্বর ২০১৭ দেশব্যাপী অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৭ এর ফলাফল প্রকাশিত হবে। ফলাফল জানতে Visit করুন সংসদের ওয়েবসাইট www.liakat.org| ফলাফল প্রকাশ উপলক্ষে আজ ৯ ফেব্রুয়ারী ২০১৮ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সংসদের দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে আওতাধীন জোনের দায়িত্বশীলদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৭ এর ফলাফল সংসদের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করা হয়। সংসদের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব এডভোকেট আবু নাছের তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা পরিষদের সচিব অধ্যপক আ.মা.ম মুবিন, উপদেষ্ঠা এম সোলাইমান ফরিদ, স ম হামেদ হোসাইন,চরণকবি কে এস নুরুল ইসলাম হুলাইনী,সাবেক পরিচালক মুহাম্মদ মুফিজুর রহমান, আবদুল কাদের, ইরফান উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, আবুল হাশেম রাশেদ, মুনির উদ্দীন, শহীদুল ইসলাম, মাসরুর, কাজী নাঈম উদ্দীন প্রমুখ।