খবরের বিস্তারিত...


বোয়ালখালী জোনের বৃত্তি প্রদান সম্পন্ন

গত ২৬ মে, রোজ শুক্রবার বিকাল ২ ঘটিকায় শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-১৬ বোয়ালখালী জোনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বোয়ালখালী উপজেলা সদরস্থ সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের হলরূমে অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা জননেতা অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দীন সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদের উপ-পরিচালক ছাত্রনেতা এম. কফিল উদ্দীন রানা। এতে বিশেষ অতিথি ও বিশেষ বক্তা হিসেবে আরো অনেক স্বনামধন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যের বলেন,’শহীদ লিয়াকত আলী (রহ.) কে যারা শহীদ করেছিলো, তাদের ঘৃণ্য কাজের প্রতিবাদে লিয়াকত স্মৃতি সংসদের কর্মকর্তারা অস্ত্র তুলে না দিয়ে ছাত্র সমাজের হাতে কলম তুলে দিয়েছি। আজ প্রতিটা ছাত্র তাদের কলম দিয়েই জবাব দিচ্ছে সেই ঘৃণ্য কাজের । এছাড়াও বক্তারা বলেন,সুশিক্ষিত করে গড়ে তুললেই শিশুরা আগামীতে সুন্দর জীবন গঠণ করতে পারবে। যেহেতু এই বৃত্তির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ ঘটানো। সেহেতু ছাত্র সমাজকে সুশিক্ষিত করে গড়ে তোলার ক্ষেত্রে এই বৃত্তি গুরুত্বপূর্ন অবদান রাখছে।’
সংবর্ধনায় সভাপতিত্ব করেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ, বোয়ালখালী জোনের সমন্বয়ক জনাব মোহাম্মদ শাহেদুল আলম শাহেদ।

Comments

comments