খবরের বিস্তারিত...


চট্রগ্রাম মহানগরে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’১৬ প্রাপ্তদের সংবর্ধনা আগামীকাল ২৯এপ্রিল॥

এপ্রিল 28, 2017 সাম্প্রতিক খবর

“শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ১৮তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এ চট্রগ্রাম মহানগরের জোন সমূহে বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্টান আগামীকাল ২৯ এপ্রিল’১৭, শনিবার বেলা ২ টায় চট্রগ্রাম মুসলিম ইনিষ্টিটিউট মিলনায়তনে অনুষ্টিত হবে॥ এতে প্রধান অতিথি হিসাবে চট্রগ্রামের মাননীয় জেলা প্রশাসক জনাব সামসুল আরেফিন, প্রধান বক্তা হিসাবে সংসদের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম আবু নাছের তালুকদার, উদ্বোধক হিসাবে বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব মুহাম্মদ ফেরদৌস উপস্থিত থাকবেন। অনুষ্টান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ ফসিউল আলম, সংসদের উপদেষ্টা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্টান চট্রগ্রাম নেছারিয়া আলিয়া (মাস্টার্স)কামিল মাদ্রাসা অধ্যক্ষ, বিশিষ্ট আলেমেদ্বীন, শাইখুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন জুবাইর মাঃ জিঃ আঃ, সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নিবেদিত সেবামূলক সংগঠন “মানবিক” এর সভাপতি বশির আহমদ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম সহ চট্রগ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ॥
উল্লেখ গত ২৫ ডিসেম্বর’১৬ তারিখে অনুষ্টিত ১৮তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় সারাদেশের মোট ২০১৬৭ জন শিক্ষার্থীর মধ্যে ২২১৫ জন বৃত্তি লাভের গৌরব অর্জন করেন॥
সংসদের সচিব মুহাম্মদ আইযুব ২৯ এপ্রিল অনুষ্টান সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করে আরো জানান চট্রগ্রাম মহানগরে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনার মাধ্যমে শুধু হওয়া বৃত্তি প্রদান উৎসব আগামী মে মাসের মধ্যে সারাদেশের সকল বৃত্তি প্রাপ্তদের বৃত্তি প্রদানের মাধ্যমে শেষ হবে। অন্যান্য জেলার অনুষ্টান সম্পর্কে জানতে তিনি সংসদের ওয়েবসাইটে liakat.org নিয়মিত ভিজিট করার অনুরোধ করেন।

Comments

comments