
আজ প্রকাশিত হল দেশের বৃহত্তম বেসরকারী মেধাবৃত্তি পরীক্ষা ১৮ তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এর ফলাফল॥
“শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে” শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা লিয়াকত স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ১৮তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৬ এর ফলাফল প্রকাশিত হল আজ॥ সংসদের ওয়েবসাইট liakat.org তে ফলাফল পাওয়া যাচ্ছে। এবারে মোট বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা ২০৫০ জন, যার মধ্যে ৫৯৪ জন টেলেন্টপুলে এবং বাকী ১৪৫৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য গত ২৫ ডিসেম্বর’১৬ ইং সারাদেশের ৭১ কেন্দ্রে ২০১৬৭ জন পরীক্ষার্থীর অংশ গ্রহণে দেশের বৃহত্তম বেসরকারী এই বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী এডভোকেট এম আবু নাছের তালুকদার, পরিচালক ইঞ্জিনিয়র মুহাম্মদ আরিফ উদ্দীন ও সচিব মুহাম্মদ আইয়ুর বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন॥ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পর্কে জানতে সংসদের ওয়েবসাইট, ফেইজবুক পেইজে নিয়মিত লগইন করার জন্য সংসদের পক্ষ হতে সকলকে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য প্রতিবছরের মত এবারও দ্রুততম সময়ের মধ্যেই জাকজমকপূর্ণ অনুষ্টানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে॥