
হবিগঞ্জ জোনের ১১১ শিক্ষার্থীকে সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হল সারাদেশে বৃত্তিপ্রাপ্ত ১৪০৩ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান॥
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের লক্ষ্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’১৫ এ হবিগঞ্জ জোনে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টান গত ২৯শে অক্টোবর’১৬ শনিবার শহরের সাইফুর রহমান টাউন হলে অনুষ্টিত হয়। এতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সংসদের কেন্দ্রীয় সচিব মুহাম্মদ আইয়ুব এবং সহ-সচিব ইরফান উদ্দীন ছাড়াও শহরের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, শিক্ষানুরাগী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদের স্থানীয় জোনের সচিব আবদুল হামিদের পরিচালনায় অনুষ্টানটিতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জোনের সমন্নয়ক রামিম ইমাম॥
উল্লেখ্য হবিগঞ্জের ১১১ শিক্ষার্থীকে সংবর্ধনার মধ্য দিয়ে শেষ হল সারাদেশে বৃত্তি প্রাপ্ত ১৪০৩ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান॥