
বাকলিয়া জোনের বৃত্তি প্রদান ও সংবর্ধনা সম্পন্ন।
শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কতৃক আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’১৫ এ বাকলিয়া জোনে বৃত্তি প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টান গত ১৭ জুন শুক্রবার বিকাল ৩ টায় বাকলিয়া কালামিয়া বাজারস্থ ঐতিহ্যবাহী কামালে ইশকে মুস্তফা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলকলি ফুডস লিমিটেডের সম্মানিত জিএ আলহাজ্ব এম এ সবুর, এছাড়া অনুষ্টানের উদ্ধোধন করেন আল-ইহসান হজ্ব কাফেলার এমডি জনাব আলহাজ্ব ওয়াহেদ মুরাদ ও প্রধান আলোচক ছিলেন সংসদদের সাবেক পরিচালক এম মফিজুর রহমান। সংসদের কেন্দ্রীয় উপসচিব মুহাম্মদ ইরফান ছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন।জোনের সমন্নয়ক এম জাহাঙ্গীর আলম অনুষ্টানে সভাপতিত্ব এবং সচিব মহসিন আরফাত অনুষ্টান পরিচালনা করেন॥