
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ লিয়াকত দিবস
আজ শহীদ লিয়াকত দিবস।
১৯৮৬ সালের ১০ এপ্রিল চট্রগ্রাম কমার্স কলেজ চত্বরে আজকের জঙ্গীবাদী, সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্ত্রাসী সংগঠন, ইসলামের নামধারী মওদুদীবাদ প্রচারকারী জামাত-শিবিরের সন্ত্রাসীদের গুলিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার আদর্শীক সৈনিক লিয়াকত শহীদ হন।
সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ লিয়াকত দিবস। দিবসটি উপলক্ষ্যে শহীদ লিয়াকত স্মৃতি সংসদদের উদ্দোগে আয়োজন করা হয়েছে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
এছাড়া বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জাময়াত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা, সহ বিভিন্ন সুন্নিমতাদর্শ ভিত্তিক রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এই উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্টান আয়োজন করে। সকল হতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ভিড় করেন শহীদের মাজার জিয়ারত করতে এবং তারা পরে শহীদ পরিবারের সাথে স্বাক্ষাতও করেন।