খবরের বিস্তারিত...


শহীদ লিয়াকত স্মৃতি সংসদের শিক্ষক সংবর্ধনা’১৯ সম্পন্ন

অক্টো. 23, 2019 সাম্প্রতিক খবর

গত ২১ অক্টোবর সোমবার বিকাল ৩.০০ টায় নগরীর নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ এর আয়োজনে কুমিল্লার ১২ গুনী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্মৃতি সংসদের উপদেষ্টা এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শানসুল হক। প্রধান আলোচকের বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (আরবি বিভাগ) ও সংসদের উপদেষ্টা ডঃ মুহাম্মদ নূর হোসাইন। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উপ-পরিচালক ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ আবু বাকার, হাজীগঞ্জ সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জনাব মোঃ মহিউদ্দিন, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সাবেক পরিচালক কাজী মফিজুর রহমান, কুমিল্লা জোন উপদেষ্টা পীরজাদা মুফতি মঈনুদ্দিন, জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুটন্ত ফুলের পরিচালক লায়ন মোহাম্মদ ইমরান প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে শিক্ষকের পূর্ণ মর্যাদা অক্ষুন্ন রাখতে পারলেই দেশ ও জাতি এগিয়ে যাবে বলে মন্তব্য করেন। উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ২০১৯ সংসদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশে একযোগে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফরম বিতরন কার্যক্রম শুরু হয়েছে। এসংক্রান্ত যাবতীয় তথ্য পেতে লগ ইন করুনঃ liakat.org

Comments

comments