খবরের বিস্তারিত...


আগামীকাল কুমিল্লার ১২ গুণী শিক্ষককে সংবর্ধনা দিবে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ॥

অক্টো. 20, 2019 সাম্প্রতিক খবর

প্রতি বছরের ধারাবাহিকতায় আগামীকাল ২১ অক্টোবর’১৯ কুমিল্লা কবি লজরুল ইনিষ্টিটিউট কেন্দ্রে বিশ্ব শিক্ষক দিবস’১৯ উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার ১২ জন স্বনামধন্য ও গুণী শিক্ষককে সম্মাননা জানাবে শিক্ষা ও সমাজ সংস্কারমূলক সংস্থা শহীদ লিয়াকত স্মৃতি সংসদ।

উক্ত শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শামসুল হক।অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সংসদের সম্মানিত উপদেষ্টা, সফল মানবসম্পদ ব্যবস্থাপক ও আইনজীবি এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী রিজভী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সংসদের অন্যতম উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মুহাম্মদ নূর হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদের সাবেক সফল পরিচালক কাজী মফিজুর রহমান॥

অনুষ্টানে কুমিল্লার বিভিন্ন স্তরের শিক্ষক সমাজের প্রতিনিধিগণ ছাড়াও প্রশাসন এবং অন্যান্য শ্রেণী-পেশার বিশিষ্ট জনরাও উপস্থিত থাকবেন।

কুমিল্লার উদয়মান সংগঠক ও সমাজকর্মী, সংসদের উপপরিচালক ছৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার কুমিল্লার সকল শিক্ষানুরাগী এবং সংসদ সংশ্লিষ্ট সকলকে উক্ত অনুষ্টানে যথাসময়ে উপস্থিত হওয়ার বিনীত অনুরোধ করেছেন ॥

অনুষ্ঠানে শিক্ষক সংবর্ধনার পাশাপাশি সংসদ কতৃক আয়োজিত “শহীদ লিয়াকত স্মৃতি পরীক্ষা”য় বিগত সনগুলিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি ও মেধাবী অথচ গরীব এমন শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হবে।

উল্লেখ ২০১৬ সাল হতে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবসে, দেশ ও জাতী গঠনে শিক্ষক সমাজের অনন্য অবদানের কথা স্মরণ করে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ দেশের বিভিন্ন জেলার কৃতি, স্বনামধন্য, গুণী শিক্ষকদের সম্মাননা দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় চট্রগ্রাম, হবিগঞ্জ জেলার পর এবার কুমিল্লা জেলায় অনুষ্টিত হচ্ছে শিক্ষক সংবর্ধনা এই মহতি কার্যক্রম॥

Comments

comments