খবরের বিস্তারিত...


যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হল শহীদ লিয়াকত দিবস

এপ্রিল 10, 2018 সাম্প্রতিক খবর

আজ শহীদ লিয়াকত দিবস। ১৯৮৬ সালের আজকের দিনে (১০ এপ্রিল ) চট্টগ্রাম কমার্স কলেজ চত্বরে স্বাধীনতা বিরোধীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন মুহাম্মদ লিয়াকত আলী। দিবসটি উপলক্ষে শহীদে স্বপ্ন বাস্তবায়নে এবং স্মৃতি রক্ষার্থে গঠিত শিক্ষা ও সমাজ সংস্কার মূলক সংস্থা “লিয়াকত স্মৃতি সংসদ” এর উদ্যোগে শহীদ লিয়াকতের নিজ বাড়ীতে আয়োজন করা হয় খতমে কোরআন, আলোচনা সভা,মিলাদেের। ছিল শহীদের মাজার জিয়ারত ও মোনাজাত এবং মাজারে পুস্পস্তবক অর্পণ কর্মসূচী। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের সচিব মুহাম্মদ আইয়ুবের পরিচালনায় অলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদের পরিচারক ইন্জিনিয়ার আরিফ উদ্দীন, এতে উপস্থিত ছিলেন শহীদ লিয়াভতের বড় দুই ভাই সিরাজুল আলম ও শামসুল আলম, শহীদ পরিবারের সদস্যগণ,বিশিষ্ট রাজনীতিবিদ এম.মহিউল আলম চৌধুরী,এপেক্সসিয়ান এ্যাডভোকেট ফৌরদোস সেলিম,আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আবুধাবির মুহাম্মদ আলী রেজা, মুহাম্মদ রেজাউল করিম, শহীদ আব্দুল হালিমের ছোট ভাই মুহাম্মদ আবু ওসমান,শহীদ লিয়াকত লিয়াকত স্মৃতি সংসদ’র সাবেক পরিচালক এম মফিজুর রহমান, সংসদে’র উপ-পরিচালক কাজী সোলতান আহমদ,উপ-সচিব ইরফান উদ্দীন,ইন্জিনিয়র গিয়াস উদ্দীন জাহেদ,অর্থ-সচিব শহীদুল ইসলাম,সদস্য আবুল হাশেম রাশেদ,মাছরুর রহমান প্রমুখ। সংসদের কেন্দ্রীয় কর্মসূচী ছাড়াও আজ ঢাকা,ফেনী,লক্ষীপুর, ব্রাক্ষণবাড়ীয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি, কক্সবাজার সহ সারাদেশে সংসদের জোন সমূহ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

Comments

comments