খবরের বিস্তারিত...

শহীদ লিয়াকত ভাইয়ের মাজার জিয়ারত, দোয়া-মোনাজাত এবং শহীদ পরিবারের সাথে সৌজন্যে স্বাক্ষত এর মাধ্যমে শেষ হল শহীদ দিবসে "শহীদ লিয়াকত স্মৃতি সংসদ"এর ধারাবাহিক কার্যক্রম॥ সকাল হতে সকল কার্যক্রমে উপস্থিত থাকায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শহীদ লিয়াকত পরিবারের সদস্যবর্গ বিশেষত শহীদের বড় ভাই জনাব সামশুল ইসলাম, সংসদের উপদেষ্টা এম সোলাইমান ফরিদ , চাঁদগাও জোনের উপদেষ্টা হাফেজ মৌলানা ইব্রাহীম ভাই সহ সংসদ ও বিভিন্ন জোনের দায়িত্বশীল ভাইদের॥

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ লিয়াকত দিবস পালিত

এপ্রিল 10, 2017 সাম্প্রতিক খবর

প্রতিবছরের মত ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় সারা দেশে আজ পালিত হচ্ছে শহীদ লিয়াকত দিবস। আজ সকাল থেকেই ছিল শহীদ দিবস উপলক্ষ্যে “শহীদ লিয়াকত স্মৃতি সংসদ”এর ধারাবাহিক কর্মসূচী। বাদ ফজর শহীদের মাজার সংলগ্ন হেফজখানায় খতমে কোরআন, এরপর শহীদের জীবনার্দশ আলোচনা, এরপর শহীদের মাজার জিয়ারত, দোয়া-মাহফিল, মোনাজাত। এই সময় মাজার প্রাঙ্গন ছিল জনাকীর্ণ। সর্বশেষে শহীদ পরিবারের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও সংসদের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান। সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন শহীদ লিয়াকত পরিবারের সদস্যবর্গ বিশেষত শহীদের বড় ভাই জনাব সামশুল ইসলাম, সংসদের উপদেষ্টা এম সোলাইমান ফরিদ ,বিশিষ্ট আলেম হাফেজ মৌলানা ইব্রাহীম, সংসদের সাবেক পরিচালক মুফিজুর রহমান, কাজী সুলতান প্রমূখ সহ সংসদ ও বিভিন্ন জোনের দায়িত্বশীলগণ॥
উল্লেখ্য ১৯৮৬ সালের ১০ই এপ্রিল আগ্রাবাদস্থ চট্রগ্রাম সরকারী কমার্স কলেজ চত্ত্বরে ইসলামী নামধারী বদআকিদার-স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী চক্রের হাতে শহীদ লিয়াকত নির্মমভাবে শাহাদাত বরন করেন। আজকের আলোচনায় বক্তারা বলেন , জঙ্গীবাদ-হিংসা-সন্ত্রাসমুক্ত, সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে শহীদ লিয়াকতের আর্দশ বাস্তবায়ন আজ খুবই জরুরী।
সংসদের কেন্দ্রীয় পরিষদের এইসব কর্মসূচী ছাড়াও সারাদেশের বিভিন্ন জেলায় সংসদের জোনসমূহও শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা , দোয়া-মাহফিল, চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, দরিদ্র ও মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করছেন॥

Comments

comments