খবরের বিস্তারিত...


বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদেরকে সম্মাননা দিল শহীদ লিয়াকত স্মৃতি সংসদ॥

অক্টো. 05, 2016 সাম্প্রতিক খবর

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে চট্রগ্রামের ১৫ জন গুণী শিক্ষককে সংবর্ধীত করল “শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক সংস্থা” শহীদ লিয়াকত স্মৃতি সংসদ॥ সংস্থার পরিচালক ইঞ্জিনিয়র মুহাম্মদ আরিফ উদ্দীনের সভাপতিত্বে চট্রগ্রাম থিয়েটার ইনিষ্টিটিউট গ্যালারীতে অনুষ্টিত এই সংবর্ধনা অনুষ্টানে শিক্ষকদের কাছে সম্মাননা স্মারক তুলে দেন চট্রগ্রামের জেলা প্রশাসক জনাব মোঃ সামসুল আরেফিন, এই সময় উপস্থিত ছিলেন অনুষ্টানের আলোচক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক জনাব জসিম আলী চৌধুরী, সংসদের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব এডভোকেট এম আবু নাছের তালুকদার, অন্যতম উপদেষ্টা অধ্যক্ষ মৌলানা জয়নুল আবেদিন জুবাইর, অধ্যক্ষ মৌলানা আনোয়ারুল ইসলাম খাঁন, অধ্যপক হাফেজ মৌলানা নুর হোসাইন, এস এম কাউছার, সংসদের সাবেক পরিচালক মফিজুর রহমান॥
অনুষ্টানে সংবর্ধীত শিক্ষকগণ হলেন, কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, সলিমা সিরাজ মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুসা, ষোলশহর পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ভূপাল দাশ গুপ্ত, হালিশহর মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক, গণপূর্ত বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষিকা স্মৃতি কণা চৌধুরী, মীর্জা আহম্মদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডঃ শামসী জাহান খাঁন, কে বি এ এইচ সিটিকর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম, সিটি করপোরেশন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম ,চট্রগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকারিয়া আমিন, পলোগ্রাউন্ট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জানে আলম, অপর্নাচরণ সিটিকর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মৌলানা নিজাম উদ্দিন আনোয়ারী, মোহাম্মদীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিরিন চৌধুরী প্রমূখ॥এছাড়া অনুষ্টানে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সংসদের সুহ্রদ বিশিষ্ট ব্যাংকার আল-আরাফা ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট সালামত উল্লাহ, হোসাইন প্যাকেজিং লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি, মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সানশাইন ট্রডিং লিঃ এর স্বত্বাধিকারী ওমর ফারুককে সম্মাননা জানানো হয়॥ এছাড়াও সংসদের উদ্দোগে দীর্ঘ ১৮ বছর ধরে আয়োজিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’১৫ এর বৃত্তিপ্রাপ্ত ১জন ছাত্রকে এসএসসি পরীক্ষার ফর্ম ফিল-আপের সমস্ত টাকা এবং শহীদ পরিবারের ২ সদস্যসহ ১৮ জন ছাত্রছাত্রীর মাঝে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়॥ সংসদের উপ-সচিব ইরফান উদ্দিন এবং সদস্য মনির উদ্দীনের পরিচালনায় অনুষ্টানকে সফল করার জন্য সংসদের পক্ষ হতে সকল সংবর্ধীত এবং আগত অতিথিবৃন্দ, সম্মানীত অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ এবং কৃতঙ্গতা জানান সংসদের অর্থ সচিব ইঞ্জিনিয়র মুহাম্মদ জাহেদ॥

Comments

comments