খবরের বিস্তারিত...


বৃত্তি ও সংবর্ধনা পেল ফটিকছড়ি (দক্ষিণ ) জোনের ছাত্রছাত্রীরা

সেপ্টে. 09, 2016 সাম্প্রতিক খবর

“শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে” গঠিত শহীদ লিয়াকত স্মৃতি সংসদের আওতাধীন ফটিকছড়ি দক্ষিণ জোনে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি’১৫ এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল অনুুষ্টিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও ১৪ নং নানুপুর ইউনিয়নের সম্মানীয় চেয়ারম্যান জননেতা সৈয়দ এম ওসমান গনি বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, দানবীর ও নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাবা খাদিজাতুল আনোয়ার সনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও ফুলকলি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মহাব্যবস্থাপক জননেতা আলহাজ্ব এম এ সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এম হারুনুর রশিদ ইমন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সৈয়দ মুহাম্মদ বাকের। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জননেতা অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, ছাত্রনেতা এম আহছানুল আলম, মাস্টার এম জানে আলম, জননেতা এস এম মমতাজ উদ্দিন হোসাইনী,জননেতা হাফেজ হেলাল উদ্দিন, জননেতা এম শহীদুল্লাহ, জননেতা নাজিম উদ্দিন চিশতী, জননেতা মাওলানা এস এম এরশাদ হোসাইন বুখারী, মাওলানা রমজান আলী রেজভী, মাওলানা হাফেজ নুরুজ্জামান,জিয়াউল হক মামুন,এম আবুল বশর আনছার,মোহাম্মদ সালাউদ্দীন,মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী,মাওলানা ইব্রাহীম আলকাদেরী, মাওলানা আহমদ হোসাঈন রেজভী,এম ইসমাঈল,ছাত্রনেতা নুরুন নবী, জামাল উদ্দিন শাকিল,মিজানুর রহমান,ইমরান উদ্দিন,আবদুল কাদের, নুরুল আলম আরমান, সাব্বির, শামসুল আলম হেলালী, কুতুব উদ্দিন,আসাদুজ্জামান,প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সচিব মাস্টার নোমান অর রশীদ ও ছাত্রনেতা এম আলমগীর মাসুদ।

Comments

comments